ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ সম্প্রসারন

Show Important Question


41) ব্রিটিশ দূত স্যার টমাস রো কার রাজসভায় এসেছিলেন?
A) শাহজাহান
B) জাহাঙ্গীর
C) আওরঙ্গজেব
D) কেউই নয়

42) শ্রীরঙ্গপত্তনম্‌ চুক্তিটি টিপু সুলতান এবং অন্য যে ব্যক্তির মধ্যে স্বাক্ষরিত হয়—
A) ওয়েলেসলি
B) কর্ণওয়ালিশ
C) বেন্টিঙ্ক
D) রর্বাট ক্লাইভ

43) বাংলায় দিনেমার উপনিবেশ কোনটি?
A) তমলুক
B) চন্দননগর
C) চুঁচুড়া
D) শ্রীরামপুর

44) ভাস্কো দা গামা ভারতের কোথায় সর্বপ্রথম অবতরণ করেন?
A) তমলুক
B) ত্রিবান্দ্রম
C) কালিকট
D) চট্টগ্রাম

45) কত শতাব্দীতে পর্তুগীজের নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার সামুদ্রিক পথ আবিস্কার করেন ?
A) ১৪
B) ১৫
C) ১৬
D) কোনটিই নয়

46) লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন –
A) ১৮৪৮ খ্রিস্টাব্দে
B) ১৮৫৭ খ্রিস্টাব্দে
C) ১৮৫৩ খ্রিস্টাব্দে
D) ১৮৫৬ খ্রিস্টাব্দে

47) ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কিভাবে ?
A) অধীনতামূলক মিত্রতা নীতির ফলে
B) স্বত্ববিলোপ নীতির মাধ্যমে
C) গঙ্গাধর রাওকে পরাজিত করে
D) কুশাসনের অজুহাতে

48) ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন ?
A) লালী
B) আয়ারকুট
C) ক্লাইভ
D) জেমস

49) ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন ?
A) দ্বিতীয় বাহাদুর শাহ
B) জাহাঙ্গীর
C) শাহ আলম
D) আলীবর্দী খাঁ

50) নিচের কোন যুদ্ধটি ভারতের ইংরেজ ও ফরাসিদের প্রতিদ্বন্ধিতার অবসান ঘটিয়েছিল ?
A) শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ
B) পলাশীর যুদ্ধ
C) মাইসোরের যুদ্ধ
D) বন্দিবাসের যুদ্ধ

51) The English established their first factory in India at / ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি (কুঠী) নির্মাণ করেন ?
A) Bombay/ বোম্বে
B) Surat/ সুরাট
C) Sutanuti/ সুতানুটি
D) Madras/ মাদ্রাজ

52) ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে বিদরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
A) ১৭৫৯
B) ১৭৬৯
C) ১৭৭২
D) ১৭৭৪

53) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পনির চলতি নাম কি ছিল ?
A) বব কোম্পানি
B) জন কোম্পানি
C) স্যাম কোম্পানি
D) টম কোম্পানি

54) In which year Permanent settlement introduced by the British in bengal / কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন ?
A) 1791/ ১৭৯১
B) 1792/ ১৭৯২
C) 1793/ ১৭৯৩
D) 1794/ ১৭৯৪

55) ব্রিটিশ দূত স্যার টমাস রো কার রাজসভায় এসেছিলেন?
A) শাহজাহান
B) জাহাঙ্গীর
C) আওরঙ্গজেব
D) কেউই নয়

56) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানী কে স্থাপন করেন ?
A) কলবেয়ার
B) ক্লাইভ
C) দুপ্লে
D) এঁদের মধ্যে কেউ নন

57) In which year was India’s first cotton textile industry set up in Ghusuri near Kolkata ? / কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় ?
A) 1818/ 1818
B) 1821/ 1821
C) 1819/ 1819
D) 1823/ 1823

58) পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
A) ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মীরজাফর
B) ক্লাইভ ও সিরাজের মধ্যে
C) বাংলার নবাব ও ফরাসিদের মধ্যে
D) মুঘল ও ইংরেজদের মধ্যে

59) কারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিল ?
A) রাজপুতরা
B) মুঘলরা
C) শিখরা
D) মারাঠারা

60) ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল
A) 1757 খ্রীঃ
B) 1765 খ্রীঃ
C) 1772 খ্রীঃ
D) 1784 খ্রীঃ